জাতীয়

ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজন নগরবাসীর সচেতনতা: স্থানীয় সরকার মন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বর্তমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা করতে নগরবাসীর সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সম্মিলিত নাগরিক উদ্যোগ গ্রহণ করতে হবে।

তিনি বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা করতে সরকার সর্বাত্মকভাবে কাজ করছে। তবে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি ও কিছু অনাকাক্সিক্ষত মৃত্যুতে আমরা ব্যথিত।

আজ সোমবার সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাতিসংঘ দিবস পালন উপলক্ষে ক্লিন আপ ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তাজুল ইসলাম।

তাজুল ইসলাম বলেন, পরিস্থিতি মোকাবেলায় অভিজ্ঞতার আলোকে নতুন নতুন পদক্ষেপ নেয়া হচ্ছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নানা উদ্যোগ নেয়া হচ্ছে। মশা মারার ঔষধ প্রয়োগসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তিনি আরো বলেন, এই বছর আগের তুলনায় আবহাওয়ার ভিন্নতা পরিলক্ষিত হচ্ছে। এখন থেমে থেমে বৃষ্টি হওয়ায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাচ্ছে।
মন্ত্রী আরো বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা করতে আমাদের সচেতনতা বৃদ্ধির সঙ্গে সম্মিলিতভাবে উদ্যোগ গ্রহণও অব্যাহত রাখতে হবে।

ক্যাম্পেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটের প্রধান জাতীয় কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান।
এতে জাতিসংঘের বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ নানা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button