সাহিত্য ও বিনোদন

ফ্যাশনের ক্ষেত্রেও বাংলাদেশ বিশ্বজয় করবে -তথ্যমন্ত্রী

News Desk  ৭ ফেব্রুয়ারি ২০২০

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অদম্য গতিতে এগিয়ে চলা বাংলাদেশ আগামী দিনে ফ্যাশনের ক্ষেত্রেও বিশ্বজয় করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে যমুনা গ্রুপের নতুন ফ্যাশন ব্রান্ড ‘হুর’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশাপ্রকাশ করেন। তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সামাজিক, অর্থনৈতিকসহ সকল মানদণ্ডে অভূতপূর্ব অগ্রগতি সাধন করেছে। উন্নয়নের সব সূচকে পাকিস্তানকে এমনকি কিছু সূচকে ভারতকেও পেছনে ফেলে এগিয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি। ফ্যাশনের ক্ষেত্রেও বাংলাদেশ পিছিয়ে থাকবে না, আগামী দিনে বিশ্বজয় করবে’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, আমাদের মানুষেরা শুধু অন্য দেশের ফ্যাশন অনুকরণ করবে না। আমাদের ফ্যাশনও অনুকরণীয় হয়ে উঠবে। ‘হুর’ ব্রান্ডের চেয়ারপার্সন সুমাইয়া ইসলাম রোজালিনকে তার উদ্যোগের জন্য অভিনন্দন জানান তথ্যমন্ত্রী।

বিশেষ অতিথির বক্তব্যে তথ্য মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু ‘ব্রান্ডিং’ এর ওপর গুরুত্বারোপ করে বলেন, বিশ্বে পরিচিতির ক্ষেত্রে বাংলাদেশী পোশাকের ব্রান্ডিং অনেক গুরুত্বপূর্ণ। দেশের সীমানা পেরিয়ে ‘হুর’ ব্রান্ডটি বাংলাদেশকে সারা বিশ্বে পরিচিতি এনে দিবে বলে আশা প্রকাশ করেন সাবেক তথ্যমন্ত্রী।

যমুনা গ্রুপের চেয়ারম্যান নূরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে গ্রুপের ভাইস-চেয়ারপারসন সালমা ইসলাম এমপি এবং আমন্ত্রিত অতিথিবর্গ যোগ দেন। অনুষ্ঠানে মনোরম ফ্যাশন শো’র মাধ্যমে ‘হুর’ পোশাক প্রদর্শন করেন মডেলবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button