জাতীয়

বঙ্গোপসাগরে জাহাজডুবি: ২৪ ঘণ্টা পরও ১৩ নাবিক নিখোঁজ

১ হাজার ৮০০ টন গম নিয়ে বঙ্গোপসাগরের ভাসানচরের অদূরে উত্তাল ঢেউয়ে ‘এমভি আখতার বানু’ জাহাজের ডুবে যাওয়ার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও জাহাজটির ১৩ জন নাবিকের কোনও খোঁজ মেলেনি।

রবিবার (১৬ আগস্ট) সকালে বাংলাদেশ লাইটার শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি ও নৌযান শ্রমিক ফেডারেশনের যুগ্ম-সম্পাদক মো. নবী আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গনে অবস্থানরত বড় জাহাজ থেকে আমদানি করা গম খালাস করে নারায়ণগঞ্জ যাচ্ছিল ‘এমভি আখতার বানু’। গতকাল শনিবার বেলা ১১টার দিকে বৈরী আবহাওয়ায় উত্তাল সাগরে জাহাজটি ডুবে যায়। এরপর থেকে ওই জাহাজের ১৩ নাবিকের কোনও খোঁজ মেলেনি।

নবী আলম বলেন, ‘জাহাজডুবির ঘটনায় আমরা কোস্টগার্ড পূর্বাঞ্চল ও হাতিয়া কোস্টগার্ডকে জানিয়েছিলাম। কিন্তু তারা উত্তাল সাগরে অভিযান চালায়নি। মালিকপক্ষও জাহাজ পাঠায়নি।

এ বিষয়ে লাইটার শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. রহিম বলেন, ‘জাহাজটির স্থানীয় এজেন্ট মাঝিরঘাটের শাহ আমানত শিপিং। পরিবহন করছিল আবুল খায়ের গ্রুপের গম। মালিকপক্ষকেও বারবার বলেছি, নাবিকদের উদ্ধারে জাহাজ পাঠাতে। কিন্তু এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা হয়নি।’

শাহ আমানত শিপিংয়ের কর্মকর্তা পারভেজ বলেন, ‘নৌবাহিনী ও কোস্টগার্ডকে দুর্ঘটনার বিষয়ে জানানো হয়েছিল। এছাড়া স্থানীয়ভাবে ট্রলার নিয়ে খোঁজাখুঁজি করেও নাবিকদের পাওয়া যায়নি।’

কোস্টগার্ডের হাতিয়া স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট বিশ্বজিত বড়ুয়া বলেন, ‘খবর পেয়ে আমাদের নিজস্ব বোট দিয়ে সাগরে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। তবে এখনও পর্যন্ত বলার মতো কিছু নেই। প্রয়োজনে উদ্ধারকারী জাহাজ লাগানো হবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button