জাতীয়

স্বাস্থ্য পরীক্ষার জন্য কার্টুনিস্ট কিশোর হাসপাতালে

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ১০ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পাওয়া কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) ঢামেকে গঠিত মেডিকেল বোর্ড তার স্বাস্থ্য পরীক্ষা করছে।

এর আগে গত রবিবার (১৪ মার্চ) কিশোরকে নির্যাতনের মামলা তদন্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ।

পিবিআইয়ের পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার একজনকে অভিযোগের বিষয়টি তদন্ত করে আগামী ১৫ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেন আদালত।

সেইসঙ্গে ঢামেক হাসপাতালের তিনজন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করে ২৪ কর্মঘণ্টার মধ্যে কিশোরকে যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা করে পিবিআইয়ের তদন্ত কর্মকর্তার কাছে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেয়া হয়।

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গত ৩ মার্চ বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ কিশোরকে ৬ মাসের জামিন দেন। পরদিন ৪ মার্চ দুপুর সোয়া ১২টার দিকে কাশিমপুর কারাগার (পার্ট-২) থেকে কিশোরকে মুক্তি দেয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button