খেলা

নয় বছর পর শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ

চলতি মৌসুমে কোপা দেল রের রেকর্ড চ্যাম্পিয়ন বার্সেলোনাকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে উঠেছিল রিয়াল। ফলে দীর্ঘ ৯ বছর পর প্রথমবার শিরোপা নির্ধারণী মঞ্চে তারা। আর তাদের প্রতিপক্ষ ২০০৫ সালের একমাত্র ফাইনাল খেলা ওসাসুনা। তাই মাঠের লড়াইয়ে প্রত্যাশিতভাবে ফেভারিট ছিল কার্লো আনচেলত্তির শিষ্যরা। সেটাই ঘটেছে ফাইনালের মঞ্চে। শনিবার (৬ মে) ফাইনালে দুই ব্রাজিলিয়ানের গোলে ২-১ ব্যবধানে ওসাসুনাকে হারিয়ে কোপা দেলরের শিরোপা ঘরে তুলে রিয়াল মাদ্রিদ।
অপেক্ষাটা দীর্ঘ ছিলো করিম বেনজেমাদের। অবশেষ কোচ আনচেলত্তির হাত ধরেই আবারও সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরল মর্যাদার মুকুট। সেই সঙ্গে প্রথম শিরোপা জয়ের আক্ষেপ আরো বাড়ল ওসাসুনার।
২০তম কোপা দেলরে জয়ের পথে ওসাসুনা কিছু বুঝে ওঠার আগেই লিড নেয় আনচেলত্তির শিষ্যরা। দুই ব্রাজিলিয়ানের রসায়নে মাত্র ১০৭ সেকেন্ডে স্কোর শিটে নাম লেখান রদ্রিগো। ফাইনালের মঞ্চে শুরুতেই পিছিয়ে পড়ে আক্রমণাত্বক খেলা ওসাসুনা। প্রথমার্ধে রিয়াল শিবিরে বেশ কয়েকটা পরীক্ষা নিয়েও সমতায় ফিরতে পারেনি আরাসাতের শীষ্যরা।
অপরদিকে বিরতির আগেই ব্যবধান বাড়তে পারত রিয়াল। তবে দাভিদ আলাবার ফ্রি কিকে বাধা হয়ে দাড়ায় ক্রসবার। প্রথমার্ধের বাকি সময় আর গোলের দেখা না হলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আনচেলত্তির শিষ্যরা।
দ্বিতীয়ার্ধের শুরুতে ওসাসুনাকে প্রথম শিরোপা জয়ের স্বপ্ন দেখান লুকাস তোরো। মৌসুমে স্প্যানিশ মিডফিল্ডারের প্রথম গোলে সমতা টানে লস রোহিয়োস। তবে তাদের সেই স্বপ্ন চাপা পড়ে এক ব্রাজিলিয়ানে। লস ব্লাঙ্কো সমর্থকদের আরো একবার উল্লাসে ভাসান রদ্রিগো। এদিন ম্যাচে সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ করিম বেনজেমা। তবে ফরাসি তারকা রেকর্ডবুকে ভাগ বসিয়েছেন মার্সেলোর সাথে। মাদ্রিদের হয়ে ব্রাজিলিয়ান তারকার সমান সর্বাধিক ২৫ শিরোপা এখন বেনজেমার নামের পাশে।
অন্যদিকে লা লিগার শিরোপা বার্সেলোনার কাছে হারাতে বসেছে রিয়াল। তবে ডাবল জেতার স্বপ্ন বেঁচে আছে। কেননা চ্যাম্পিয়ন্স লিগ জিতে মৌসুমে দ্বিতীয় শিরোপা জয়ের সুযোগ এখনো আছে আনচেলত্তি শীষ্যদের। আগামী মঙ্গলবার (৯ মে) ম্যানসিটির সঙ্গে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগ। আর তার আগে একটি ট্রফি জিতা আত্মবিশ্বাস বাড়িয়ে দিবে স্প্যানিশ জায়ান্টরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button