আন্তর্জাতিক

প্রকৃত স্বাধীনতার লড়াই শুরু হলো : ইমরান খান

পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটে পরাজিত হয়ে প্রধানমন্ত্রীর পদ হারানো ইমরান খান বলেছেন, ‘পাকিস্তান ১৯৪৭ সালে স্বাধীনতা লাভ করলেও, প্রকৃত স্বাধীনতার লড়াই আজ শুরু হলো। তবে এই লড়াই বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে। তিনি আরো বলেন, পাকিস্তানের জনগণ সব সময় সার্বভৌমত্ব ও গণতন্ত্রের পক্ষে লড়াই করেছে।

রবিবার এক টুইট বার্তায় ইমরান এসব কথা বলেন। [ সূত্র : জিও নিউজ।]

রবিবার পাকিস্তানের বিভিন্নস্থানে পিটিআই এর নেতা কর্মী ও সমর্থকরা ইমরানের ক্ষমতাচ্যুতির প্রতিবাদে মিছিল-সমাবেশ করেছে।

শনিবার দিনভর নাটকীয়তার শেষে রাত ১২টা বাজার কিছুক্ষণ আগে অনাস্থা ভোট দিতে রাজি হন স্পিকার আসাদ কায়সার। তবে ভোট শুরু হওয়ার কিছুক্ষণ আগে পদত্যাগ করেন তিনি।

এদিকে পাকিস্তানের নিম্নকক্ষ জাতীয় পরিষদে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে ভোট হবে আজ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button