রাজনীতি

সীমান্তে হত্যা বন্ধে সরকার নিশ্চুপ: রিজভী

সীমান্তে মানুষ হত্যা হচ্ছে, দেশের মানুষ রক্তাক্ত হচ্ছে, অথচ সরকার ‘নিশ্চুপ’ বলে অভিযোগ করেছেন, বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে স্বেচ্ছাসেবক দলের এক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

দেশের সীমান্ত অঞ্চলে একতরফাভাবে মানুষ হত্যা নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করেন তিনি। বলেন, ‘দেশের সামগ্রিক পরিস্থিতির এতো করুণ অবস্থা, দেশের সার্বভৌমত্ব এতো দুর্বল যে, প্রায় দু-তিনদিন পর পর বর্ডারে আপনার মানুষ মারছে, মানুষ হত্যা করছে, দেশের মানুষ রক্তাক্ত হচ্ছে। চলতি বছরের আগস্ট পর্যন্ত ৩৩ জনকে হত্যা করেছে বিএসএফ (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী)।’

তিনি বলেন, ‘পৃথিবীর মধ্যে সবচাইতে সীমান্ত অঞ্চল হচ্ছে বাংলাদেশ-ভারতের এই সীমান্ত। আপনি এতো নতজানু সরকার যে এর বিরুদ্ধে একটা প্রতিবাদও করতে পারছেন না।’

‘বিএনপি সব দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাসী’ উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপির নীতি হচ্ছে, পার্শ্ববর্তী দেশ, দূরবর্তী দেশ সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা। কিন্তু নিজের স্বার্থকে ক্ষুণ্ন করে নয়। অথচ শেখ হাসিনা নিজের ক্ষমতাকে ধরে রাখার জন্য নিজের দেশের স্বার্থকেও বিসর্জন দিচ্ছেন। এটাই হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্যজনক।’

সরকারের কঠোর সমালোচনা করে রিজভী বলেন, ‘এই ক্যাসিনোকাণ্ড, এ সমস্ত ভয়ঙ্কর লুটপাট যারা করেছে সরকারি টাকা, সেই সরকারি টাকা লুটপাটকারীদের আমরা দেখেছি। কিন্তু এদের কাছ থেকে বখরা পেয়েছে সেই সমস্ত নেতারা, সেই সমস্ত গডফাদারদের তো স্পর্শও করতে পারেনি দুদক ও আইনশৃঙ্খলা বাহিনী।’

তিনি অভিযোগ করে বলেন, ‘বিএনপির নেতা-কর্মীদের একদিকে জামিন বাতিল করে কারাগারে নিচ্ছে অন্যদিকে দুর্নীতিবাজ ক্ষমতাসীন দলের লোকজন জামিন পাচ্ছে। এক দেশে আইনের দু’রকম প্রয়োগ হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button