খেলা

আজ পর্দা উঠছে ৮ম টি-২০ বিশ্বকাপের

আজ থেকে শুরু হচ্ছে ৮ম টি-২০ বিশ্বকাপ। ২০০৭ থেকে একুশ, মাঝের দেড় দশকে আরও পাঁচবার আয়োজিত হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ট্রফি গিয়েছে ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কার ঘরে। ওয়েস্ট ইন্ডিজ একমাত্র দল হিসেবে জিতেছে দুবার। এবারের আসর হওয়ার কথা ছিল ২০২০ সালে। করোনায় অনুষ্ঠিত হয়নি বিশ্বকাপ। এবার অনুষ্ঠিত হবে এখন। ১৬ দলকে আতিথ্য দিতে প্রস্তুত গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

দুই পর্বে ভাগ করা আসর। প্রথম ধাপে অলিখিত বাছাইপর্বে দুই গ্রুপে চারটি করে ভাগ হয়ে নামবে আট দল। সেখান থেকে চার দল যোগ দেবে সরাসরি সুযোগ পাওয়া আট দলের সঙ্গে। কাল প্রথম ম্যাচে গিলং স্টেডিয়ামে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও নামিবিয়া। দিনের অন্য ম্যাচে সংযুক্ত আরব আমিরাত লড়বে নেদারল্যান্ডসের সঙ্গে। ২২ অক্টোবর শুরু হবে সুপার টুয়েলভ। সেদিন সিডনিতে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড, পার্থে ইংল্যান্ড লড়বে আফগানিস্তানের বিপক্ষে।
আগামী এক মাস ক্রিকেট বিশ্ব বুঁদ হয়ে থাকবে পাওয়ার হিটিংয়ের দুনিয়ায়।
এবারের আসর : ৮ম টি-২০ বিশ্বকাপ
আয়োজক দেশ: অস্ট্রেলিয়া
অংশগ্রহণ করা দল : ১৬ টি
সর্বাধিক চ্যাম্পিয়ন : ওয়েস্টইন্ডিজ, ২ বার।
সর্বাধিক রানার্স আপ : শ্রীলঙ্কা ও ভারত , ২ বার।
সর্বোচ্চ জয় : শ্রীলঙ্কা, ২৭ ম্যাচ।
সর্বোচ্চ হার : বাংলাদেশ, ২৫ ম্যাচ।
সবচেয়ে বড় জয় : শ্রীলঙ্কা ১৭২ রানে কেনিয়ার বিপক্ষে।
সর্বোচ্চ দলীয় সংগ্রহ : শ্রীলঙ্কা ২৬০/৬, প্রতিপক্ষ কেনিয়া।
সর্বনিম্ন দলীয় সংগ্রহ : নেদারল্যান্ডস ৩৯/১০, প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
সর্বোচ্চ রান সংগ্রাহক : মাহেলা জয়াবর্ধনে, ১০১৬ রান।
এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ : ব্রেন্ডন ম্যাককালাম ১২৩ (৫৮), প্রতিপক্ষ বাংলাদেশ।
সর্বোচ্চ ফিফটি : বিরাট কোহলি, ১০ ফিফটি।
সর্বোচ্চ ডাক : শহিদ আফ্রিদি, ৫ ডাক।
সেরা স্ট্রাইক রেট : ড্যারেন স্যামি, (১৬৪.১২)।
সর্বোচ্চ ছয় : ক্রিস গেইল, ৬৩ ছয়।
এক ইনিংসে সর্বোচ্চ ছয় : ক্রিস গেইল, ১১ ছয় ।
এক আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক : বিরাট কোহলি, ৩১৯ রান (২০১৪)।
সর্বোচ্চ উইকেট শিকারি : সাকিব আল হাসান, ৪১ উইকেট।
সেরা বোলিং ফিগার : অজন্তা মেন্ডিস ৮ রানে ৬ উইকেট, প্রতিপক্ষ জিম্বাবুয়ে।
খরুচে বোলিং ফিগার : সনাথ জয়সুরিয়া ৬৪/০, প্রতিপক্ষ পাকিস্তান।
সেরা ইকোনমি : সুনীল নারাইন, ৫.১৭ রান/ওভার।
এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারি : ভানিন্দু হাসারাঙ্গা, ১৬ উইকেট (২০২১)।
সর্বোচ্চ ক্যাচ : এ বি ডি ভিলিয়ার্স, ২৩টি।
এক ইনিংসে সর্বোচ্চ ক্যাচ : ড্যারেন স্যামি ৪টি।
এক আসরে সর্বোচ্চ ক্যাচ : মাইক হাসি, ৮টি।
সর্বোচ্চ ডিসমিসাল : মহেন্দ্র সিং ধোনি, ৩২টি।
সর্বোচ্চ ম্যাচ : তিলকারত্নে দিলশান, ৩৫টি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button