অর্থ বাণিজ্যআন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে চীনা বীজ বিক্রি নিষিদ্ধ করলো অ্যামাজন

‘আমদানীকৃত’ বিদেশী বীজ বিক্রি নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্রের ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। অভিযোগ রয়েছে কয়েক হাজার আমেরিকান  যে বীজের অর্ডার দিয়েছিল, তা তারা পায়নি। খবর এএফপি।

অ্যামাজনের নিষিদ্ধকৃত এসব বীজের অধিকাংশ প্যাকেটই এসেছে চীন থেকে। এ সব কিছু  কারণেই বিদেশী বীজের বিক্রি নিষিদ্ধ করল ই-কমার্স জায়ান্ট। তবে নির্দিষ্ট করে কোনো কারণ উল্লেখ্য করেনি তারা।

অ্যামাজন এক ঘোষণায় জানিয়েছে, এখন থেকে তারা শুধু যুক্তরাষ্ট্রভিত্তিক বিক্রেতাদের বীজ বিক্রি করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button