জাতীয়

রিজেন্টের শাহেদ-মাসুদের ৫২ ব্যাংক হিসাব জব্দ

এবার আদালত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান ও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদ পারভেজের ৫২টি ব্যাংক হিসাব জব্দ করার আদেশ দিয়েছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত এ আদেশ দেন।

এর আগে পুলিশ আদালতে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাদের ৫২টি ব্যাংক হিসাব জব্দ করার আবেদন করলে আদালত শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ৬ জুলাই র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর কার্যালয়ে অভিযান চালানো হয়। এরপরই বেরিয়ে আসে পরীক্ষা ছাড়াই করোনার রিপোর্ট জালিয়াতি ও অর্থ আত্মসাতের ঘটনা। র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত অন্তত ৬ হাজার ভুয়া করোনা পরীক্ষার সদন দেয়ার প্রমাণ পায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button