আন্তর্জাতিকজাতীয়

তৌফিক-ই-ইলাহীর সঙ্গে রীভা গাঙ্গুলির সাক্ষাত

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরীর সঙ্গে বিদায়ী সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ।

সোমবার (১০ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে বাংলাদেশ-ভারতের দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন তারা।

সাক্ষাতে তারা বলেন, বিশেষ করে বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আশা করা যায় এ ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে এবং সম্পর্ক আরও গভীর ও ব্যাপক হবে।

নতুন কর্মস্থলে ভারতের হাইকমিশানের সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button