খেলা

তাসকিনের আঘাতে ভাঙল এই দুই সেঞ্চুরিয়ানের জুটি

পাল্লেকেলে টেস্টের পঞ্চম দিনে ধনঞ্জয় ডি সিলভা ও দিমুথ করুনারাত্নেকে ফিরিয়ে বাংলাদেশ দলে স্বস্তি ফিরিয়েছেন তাসকিন আহমেদ। শুধু তাই নয়, পরপর দুই ওভারে দুই সেঞ্চুরিয়ানকেই আউট করে দিয়েছেন তিনি। তাসকিনের আঘাতে অবশেষে ভাঙল এই দুই সেঞ্চুরিয়ানের ম্যারাথন জুটি।

তবে জুটি ভাঙলেও বাংলাদেশের করা ৫৪১ রান টপকে গেছে শ্রীলঙ্কা। ধনঞ্জয় ফেরার পর অধিনায়ক দিমুথ করুনারাত্নে একপ্রান্ত আগলে রেখে দলকে লিড এনে দেন। তবে খানিক পর তাকেও সাজঘরের পথ দেখান তাসকিন। করুনারাত্নে ২৪৪ ও ধনঞ্জয় করেছেন ১৬৬ রান।

এরই মধ্যে ১৬৪ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৬ উইকেটে ৫৬৫ রান। মারমুখী ব্যাটিংয়ে আজ দিনের প্রথম ৭ ওভারেই ৩৫ রান করে ফেলেছে লঙ্কানরা। তবে পাশাপাশি দুই সেট ব্যাটসম্যানের উইকেট হারিয়ে খানিক ব্যাকফুটেও চলে গেছে তারা।

করুনারাত্নে ও ধনঞ্জয়ার বিদায়ের ফলে এখন দ্রুত রান তোলার দায়িত্ব পড়ল হাসারাঙ্গা ও নিরোশান ডিকভেলার কাঁধে। এখন সুবিধাজনক লিড নিয়ে যেকোনো সময় ইনিংস ঘোষণার পথেই হাঁটবে লঙ্কানরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button