করোনাজাতীয়

প্রধানমন্ত্রীর অনুদান পাচ্ছেন ৯৪৮ নন-এমপিও শিক্ষক-কর্মচারী

করোনার কারণে ক্ষতিগ্রস্ত বরিশালের ৯৪৮ জন নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের মধ্যে প্রধানমন্ত্রীর অনুদানের ৪২ লাখ ৪০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

সোমবার (০৬ জুলাই) দুপুরে শারীরিক দূরত্ব বজায় রেখে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুদান বিতরণ করা হয়।

জানা যায়, করোনা ভাইরাস পরিস্থিতিতে নন এমপিও শিক্ষক-কর্মচারীদের আর্থিক অসচ্ছলতা দূরীকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশাল জেলার ১০টি উপজেলার ১৩১টি শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে ৯৪৮ জন শিক্ষক-কর্মচারীদের মধ্যে ৪২ লাখ ৪০ হাজার টাকার অনুদান দিয়েছেন। যা জেলা প্রশাসনের মাধ্যমে বিতরণ করা হবে। আজ থেকে পর্যায়ক্রমে অনলাইনের মাধ্যমে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে এ অর্থ।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (শিক্ষা) মো. নাজমূল হুদা প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button