রাজনীতি

হলি আর্টিজানের রায়ে সন্তুষ্ট বিএনপি : ফখরুল

 

হলি আর্টিজান জঙ্গি হামলা মামলার রায়ে বিএনপি সন্তুষ্ট বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জাতীয় প্রেস ক্লাবে কৃষিবিদ জাভেদ ইকবাল স্মরন সভায় যোগ দিয়ে তিনি বলেন, সরকারের এরকম তৎপরতার মধ্যে দিয়ে জঙ্গিবাদ প্রায় নির্মূল করা গেছে। এ জন্য সরকারকে সাধুবাদ জানান ফখরুল।
বিএনপি মহাসচিব আরো বলেন, সরকারের বেশ কিছু সফলতা থাকলেও ব্যার্থতার দায়ও কম নয়। তিনি অভিযোগ করেন, প্রশাসনের অনেক জয়গায় সরকার নিয়ন্ত্রণ হারাচ্ছে। এপর্যন্ত অনেকেই বিএনপি ভাঙ্গার চেষ্টা করেছে বলে অভিযোগ করেন ফখরুল। তিনি বলেন, গণমানুষের দল ভাঙ্গা সম্ভব নয়।
তিনি দাবি করেন, নানা ক্ষেত্রে ব্যর্থতাই সরকারের পতন ডেকে আনছে।
ফখরুল বলেন, ‌সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা মিথ্যা প্রচারণা থেকে বিরত হোন। এই যে কৃষি সম্পর্কে কথা বলেন, প্রবৃদ্ধি নিয়ে যেসব কথা বলেন, এসব বন্ধ করেন। আজকে পেঁয়াজের দাম বাড়ছে, লবণের দাম বাড়ছে, নিয়ন্ত্রণ করতে পারেন না।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের আহবায়ক রাশীদুল হাসান হারুন, সদস্য সচিব জি কে এম মোস্তাফিজুর রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুল হাই শিকদার, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রয়াত জাবেদ ইকবালের বোন ও মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসসহ অন্যরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button