আন্তর্জাতিককরোনা

সমালোচনার মুখে মেডিক্যাল সরঞ্জাম রফতানি স্থগিত চীনের

ছয় রকমের মেডিক্যাল সরঞ্জাম রফতানি স্থগিতের ঘোষণা দিলো বেইজিং। মানোন্নয়নের জন্য এসব মেডিক্যাল সরঞ্জাম রফতানি স্থগিত করেছে চীন। রবিবার (১০ মে) দেশটির ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টির মুখপাত্র গ্লোবাল টাইমস এ খবর দিয়েছে। খবর গ্লোবাল টাইমস, বিবিসি।

রফতানি স্থগিত হওয়া আইটেমগুলোর মধ্যে মাস্ক, গাউন, টেস্ট কিট ও ভেন্টিলেটরের মতো সরঞ্জাম রয়েছে। গ্লোবাল টাইমস জানিয়েছে, রফতানিকৃত সামগ্রীর মান বাড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। রবিবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, সাধারণ বাণিজ্যের ক্ষেত্রে এই ছয় সরঞ্জামের বাইরে অন্যান্য মেডিক্যাল সামগ্রী রফতানিতে কোনও স্থগিতাদেশ নেই।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের পরিচালক লি বিন দেশটির স্বাস্থ্য ব্যবস্থায় দুর্বলতার স্বীকারোক্তি দেওয়ার পরই সরকারের নতুন এ সিদ্ধান্তের কথা জানালো গ্লোবাল টাইমস।

এর আগে, করোনা ভাইরাস মহামারি ঠেকাতে চীনের উৎপাদিত কিছু চিকিৎসা সামগ্রী ফিরিয়ে দেয় কয়েকটি ইউরোপীয় দেশ। স্পেন, তুরস্ক ও নেদারল্যান্ডসের কর্মকর্তারা জানান, বেইজিং-এর পাঠানো কোভিড-১৯ পরীক্ষার কয়েক লাখ কিট ও মেডিক্যাল মাস্ক মান সম্পন্ন নয়। এগুলো ত্রুটিপূর্ণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button