করোনাজাতীয়

টিকা নিলেন স্বাস্থ্য, কৃষিসহ ৩ মন্ত্রী, ৩ বিচারপতি ও ডিএমপি কমিশনার

স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক, করোনা ভাইরাসের টিকা নিয়েছেন।

রবিবার (০৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে করোনার টিকা নেন তিনি।

এসময় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক অধ্যাপক সামন্তলাল সেনসহ বিভিন্ন ক্ষেত্রের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা টিকা গ্রহণ করেন।

এদিন সকাল ১০টার দিকে মহাখালীতে স্বাস্থ্য ভবনে ভার্চুয়ালি দেশব্যাপী করোনার টিকাদান কার্যক্রম উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী জানান, এ পযন্ত যারা করোনার টিকা নিয়েছেন তারা সবাই সুস্থ আছেন। পার্শ্বপ্রতিক্রিয়া নেই বললেই চলে। বছরজুড়েই এ টিকাদান কার্যক্রম চলবে।

এদিকে আজ দেশের ১ হাজার ১৫টি কেন্দ্রে সকাল ৮টা থেকে এ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। চলবে টানা দুপুর আড়াইটা পর্যন্ত।

এছাড়া, আজ সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে করোনার টিকা নিয়েছেন তিন বিচারপতি। সকাল ৯টার দিকে টিকা নেন তারা।

করোনার টিকা নেয়া তিন বিচারপতি হলেন, আপিল বিভাগের বিচারপতি জিনাত আরা, হাইকোর্ট বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহীম ও একই বেঞ্চের বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান।

একই দিন সকাল ১০টার দিকে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনের মাঠে টিকাদান বুথে করোনার টিকা নেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। এসময় কমিশনারসহ ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনারগণও টিকা নেন।

ঢাকায় যে ৫০টি কেন্দ্রে টিকা দেয়া হচ্ছে। এর মধ্যে উত্তর সিটি করপোরেশন এলাকায় ২১টি ও দক্ষিণে ২৯টি কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে ২০৬টি টিম কাজ করছে।

গত ২৭ জানুয়ারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে করোনা ভাইরাসের টিকা দেয়ার মধ্য দিয়ে বাংলাদেশে বহুল প্রতীক্ষিত টিকাদান কার্যক্রম শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই টিকা কার্যক্রমের উদ্বোধন করেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button