আন্তর্জাতিককরোনা

করোনা মোকাবিলায় ডব্লিওএইচওকে আরও ৩০ মিলিয়ন ডলার দেবে চীন

করোনা ভাইরাসে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিওএইচও) আরও ৩০ মিলিয়ন ডলারের নগদ অর্থ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চীন। গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কথা জানিয়েছেন। খবর পিপলস’স ডেইলি চায়না।

এর আগে, এ বছর মার্চের ১১ তারিখ করোনা ভাইরাস মোকাবিলায় ডব্লিউএইচওকে অনুদান হিসেবে ২০ মিলিয়ন ডলার দিয়েছিল চীন।

এদিকে, বিশ্বের বিভিন্ন দেশের অনুন্নত স্বাস্থ্যস্ববা ব্যবস্থার কারণে মহামারি করোনা ভাইরাসে মৃত্যু ঝুঁকি বাড়ছে বলে বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন। ডব্লিউএইচও’র নেতৃত্বে ওই সকল দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়নে এই অর্থ ব্যয় করার শর্তে এই অর্থ সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

টুইটারে দেওয়া চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি- “China has decided to donate additional $30 million in cash to WHO to support its global fight against #COVID19, in particular strengthening developing countries’ health systems. China already donated $20 million in cash to WHO on March 11.”

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সঠিক পদক্ষেপ না নেওয়া ও চীনের পক্ষে মদদ দেওয়ার অভিযোগে ডব্লিউএইচওকে সকল ধরনের অর্থ সহায়তা বন্ধ করে দেন। এই পরিস্থিতিতে করোনা ভাইরাস মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্যের নিয়ন্ত্রক এই সংস্থার কার্যক্রম থমকে যেতে পারে বলে মন্তব্য করেছিলেন অনেক বিশ্লেষক। বর্তমান বাস্তবতায় চীনের এই সহায়তা ওই সম্ভাবনাকে নাকচ করে দিচ্ছে।

উল্লেখ্য, চীনের উহান থেকে গত ডিসেম্বরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব। এরপর চার মাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯০ হাজার ৬৩৫ জন। গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৬০১ জনের মৃত্যু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button