জাতীয়

গ্যাস আমদানির জন্য আলোচনা চলছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে।

আজ সোমবার গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমরা এ বছর ও আগামী বছর স্বল্প মেয়াদী চুক্তির আওতায় প্রাকৃতিক গ্যাস আনতে দ্বিপক্ষীয় ও ত্রিপক্ষীয় বৈঠক করছি।’ তিনি বলেন, বর্তমানে বাংলাদেশ দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় কাতার ও ওমান থেকে এলএনজি আমদানি করছে- চুক্তিটি ২০২৫ সাল পর্যন্ত বলবৎ থাকবে।

সরকার বিভিন্ন সূত্র থেকে গ্যাস অথবা জ্বালানী আমদানী করবে- যা মূল্য সমঝোতার ওপর নির্ভর করছে উল্লেখ করে তিনি বলেন, ‘যদি আমরা কমমূল্যের সুনির্দিষ্ট প্রস্তাব পাই, তবে আমরা গ্যাস বা জ্বালানী আমদানি করব।’

অফশোর গ্যাস অনুসন্ধানের ব্যাপারে প্রতিমন্ত্রী বলেন, সরকার পিএসসি (প্রোডাকশন শেয়ার কন্ট্রাক্ট) পর্যালোচনার করে চলতি বছরের ডিসেম্বর নাগাদ দরপত্র আহ্বানের চেষ্টা করছে। তিনি বলেন, ‘দু’বার দুটি আন্তর্জাতিক তেল কোম্পানির সাথে আমাদের চুক্তি হয়েছে। কিন্তু,সম্ভাব্যতা না থাকায় তারা পিছিয়ে গেছে।’

তিনি বলেন, গভীর সমুদ্রে অনুসন্ধান চালাতে প্রায় ১০ বছর সময় লাগে। তবে আমরা দরপত্রের মাধ্যমে এই অনুসন্ধান কাজ করব।’ প্রতিমন্ত্রী বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ছে। তাই আমাদের গভীর সমু্েদ্রর পাশাপাশি, উপকূলেও অনুসন্ধান কাজ জোরদার করতে হবে।’ সূত্র: বাসস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button