সাহিত্য ও বিনোদন

পিবিআইয়ের রিপোর্ট প্রত্যাখ্যান করলেন সালমান শাহ’র মা

চিত্রনায়ক সালমান শাহ আত্মহত্যা করেছেন, বাংলাদেশ পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরোর (পিআইবি) এমন রিপোর্ট প্রকাশের পর থেকেই চলচ্চিত্র অঙ্গনে চলছে  আলোচনা সমালোচনার ঝড় । এমনকি সালমান শাহ’র ভক্তদের মধ্যেও রয়েছে নানা বাক-বিতন্ড।

ইমন

পিবিআইয়ের এই তদন্ত রিপোর্টকে প্রত্যাখান করলেন সালমান শাহ’র মা নীলা চৌধুরী। মঙ্গলবার লন্ডনের ব্রিকলেনের প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন মা নীলা চৌধুরী। তিনি বলেছেন, ‘আত্মহত্যা নয়, আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।’

তিন পুনরায় এর সুষ্ঠু তদন্ত দাবি করেন সংবাদ সম্মেলনে। সেই সঙ্গে অভিযোগ করেন, সালমান শাহের স্ত্রী সামিরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।

সংবাদ সম্মেলনে সালমানের মা বলেন, ‘সে যদি আত্মহত্যাই করে থাকে তাহলে কেন আমরা তার ঘরে যাওয়ার পূর্বেই তাকে ফ্যান থেকে নামিয়ে ফেলা হলো? সে যে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে বলা হচ্ছে তা বাস্তবসম্মত নয়। কারণ ফ্যানের সঙ্গে ঝুললে তার পা মাটিতে লেগে যেতো।’

তিনি জানান, ‘সামিরার অবৈধ সম্পর্ক জেনে যাওয়ার কারণেই সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।’

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে সালমান শাহ’র প্রেমের সম্পর্ক মিথ্যে ।

সংবাদ সম্মেলনে প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর ভাই শাহরান চৌধুরী বিল্টু ও মামা আওরঙ্গজেব বুলবুল উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button