জাতীয়

বাংলাদেশে সাংবাদিক আটক ও ভীতি প্রদর্শনে ১২ দেশের উদ্বেগ

বাংলাদেশে সাংবাদিকদের ওপর হামলা, সহিংসতা, আটক ও ভীতি প্রদর্শনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রসহ ১২টি দেশ।
বাংলাদেশের পক্ষে ওই ১২টি দেশের ঢাকা মিশন বৃহস্পতিবার (৩০ মার্চ) এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ জানায়।
বিবৃতিতে বলা হয়েছে, আমরা বাংলাদেশে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন (এমএফসি) এর নিম্নস্বাক্ষরকারী সদস্য দেশসমূহ সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের সাম্প্রতিক ঘটনাবলির বিষয়ে উদ্বিগ্ন। এর মধ্যে রয়েছে সুপ্রিম কোর্টের নির্বাচনের সংবাদ সংগ্রহকারী সাংবাদিকদের ওপর সহিংসতা, আলজাজিরার লন্ডনভিত্তিক সাংবাদিকের ভাইয়ের ওপর হামলা, ঢাকা ট্রিবিউনের আলোকচিত্র সাংবাদিকের ওপর হামলা এবং সম্প্রতি প্রথম আলোর সাংবাদিক আটকের খবর। আমরা সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে এর প্রতিটি ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের অনুরোধ জানাচ্ছি।
অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র বিবৃতিতে স্বাক্ষর করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button