আদালত

বরিশাল মেডিকেলে ছাত্রী র‍্যাগিংয়ের ঘটনায় রীট করতে বললেন হাইকোর্ট

ফারজানা আফরিন

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের হলে র‍্যাগিংয়ের শিকার হয়ে এক ছাত্রীর অসুস্থ হওয়ার ঘটনা হাইকোর্টের নজরে এনেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

আজ রোববার (২৭ আগস্ট) বিষয়টি বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চের নজরে আনা হয় বিষয়টি।
হাইকোর্ট বলেন, ‘পত্রিকা দেখে আমরা কোনো বিষয় শুনবো না। প্রয়োজন মনে করলে এ বিষয়ে রিট করতে পারেন।’

পরে রীটকারী আইনজীবী জানান, আগামীকাল র‍্যাগিংয়ের ঘটনা নিয়ে রিট আবেদন দায়ের করবেন তারা।

পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের হলে এক ছাত্রী র‍্যাগিংয়ের শিকার হয়ে অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ওই ছাত্রীকে গভীর রাতে দুই দফায় হলের একটি কক্ষে ডেকে নিয়ে দীর্ঘ সময় দাঁড় করিয়ে রেখে গালাগাল, হুমকি এবং মুঠোফোন তল্লাশি করা হয়েছে বলে জানা যায়। একপর্যায়ে অচেতন হয়ে পড়লে তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত বুধবার রাতে ছাত্রী হলের ৬০৬ নম্বর কক্ষে এই নির্যাতনের ঘটনা ঘটে।

ছাত্রলীগের নেত্রী পরিচয় দিয়ে এই নির্যাতনের ঘটনা ঘটালেও খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে সেখানে ছাত্রলীগের কোনো কমিটি নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button