খেলা

১৩১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন তামিম

পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য বেশ প্রশংসিত হয়েছিলেন তামিম। ৯৮ বলে ১০টি চার আর ৩টি ছক্কায় মোট ৭৪ রান। আর এই সংখ্যায় তাকে নিয়ে গেলো তিনি  ভাঙলেন ১৩১ বছরের পুরোনো রেকর্ড।

১০৭ রানে পিছিয়ে থেকে শুরু করা নিজেদের ২য় ইনিংসে মারমুখি স্টাইলে ৭৪ রানের ইনিংস খেলার পথেই তামিম নতুন করে গড়েন পুরোনো রেকর্ডটি। ঠিক ১৩১ বছর আগে ১৮৯০ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার স্কোর যখন ৫৫, তখন অজি ব্যাটসম্যান জন লিঁও করেছিলেন ৫০ রান। ২০১৪ সালে পোর্ট অব স্পেনে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের যখন ৫৫ রান, তখন ৫০ রানের ইনিংস খেলেছিলেন ক্রিস গেইল। এর পরে আজ তামিম ইকবাল সেই ১৩১ বছরের পুরনো সেই রেকর্ড ভেঙে দিলেন।

পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৭ উইকেটে ৫৪১ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ। জবাবে ৮ উইকেটে ৬৪৮ রান করে শ্রীলঙ্কা। পঞ্চম ও শেষ দিনে আজ মধ্যাহ্ন বিরতির পর বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শুরু হয়। ২ উইকেটে ১০০ রান করে চা-বিরতিতে যায় টাইগাররা। এরপর বৃষ্টি নামলে খেলা বন্ধ হয়ে যায়। পরে ড্র ঘোষণা করা হয় ম্যাচটি।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন শিপের এই ড্রয়ে পয়েন্টের মুখ দেখলো বাংলাদেশ টেস্ট দল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button