রাজনীতি

করোনার ঝুঁকিতে থাকলেও, এখনোও আতঙ্কিত হওয়ার কিছু নেই: কাদের

করোনা ইস্যূতে আতঙ্কিত হওয়ার মতো কিছু এখনও আমাদের দেশে হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘নিঃসন্দেহে করোনার বিষয়ে আমরা ঝুঁকিতে আছি। কিন্তু এজন্য এখনোও আতঙ্কিত হওয়ার কিছু হয়নি। ’

শুক্রবার (২০ মার্চ) আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সপ্তম মৃত্যুবার্ষিকীতে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন,‘করোনা ভাইরাস মোকাবিলায় আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সম্পূর্ণ প্রস্তুত। আমাদের সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।  আমরা বিশ্বাস করি আমাদের সর্বাত্মক প্রয়াস, সম্মিলিত উদ্যোগে করোনা যত বড়ই শত্রু হোক, এ শত্রুকে আমরা মোকাবিলা করবো।’

তিনি বলেন, ‘করোনা ভাইরাসে আমাদের এখানে এ পর্যন্ত ১৮ জন শনাক্ত হয়েছে, আক্রান্ত হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। তারপরও ঝুঁকি আছে। এটা আজ পেনডেমিক ভাইরাসে পরিণত হয়েছে। করোনা ভাইরাস চীন থেকে ইউরোপ-আমেরিকায় পর্যন্ত ছড়িয়ে পড়েছে। কাজেই ভাইরাসের ঝুঁকি থেকে আমরা মুক্ত থাকতে পারবো সেটা নিশ্চিত করে বলা যায় না।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচনের বিষয়টি সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের এখতিয়ার। এখানে সরকারের কিছু করার নেই। নির্বাচন কমিশন সরকার নিয়ন্ত্রণ করে না। তাদের সিদ্ধান্ত তারা নিজেরাই নেয়। নির্বাচন কমিশনের কাছে বিএনপি নির্বাচন পেছানোর আবেদন জানিয়েছেন। নির্বাচন কমিশন তাদের আবেদন গ্রহণ করবে কিনা, সেটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে।’

প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান প্রসঙ্গে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘জিল্লুর রহমান আমাদের দেশের একজন বরেণ্য রাজনীতিবিদ। সৎ ও সাহসী রাজনৈতিক ব্যক্তিত্ব। যিনি স্বাধিকার, স্বাধীনতা সংগ্রামে, মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর খুব ঘনিষ্ঠ সহচর ছিলেন। সংকটে একজন সাহসী নেতা হিসেবে জিল্লুর রহমান সাহেব এ দেশের রাজনৈতিক অঙ্গনে সবার কাছে অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব। বিশেষ করে আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা যখন কারাগারে ওয়ান-ইলেভেনে, সে সংকটের সময় জিল্লুর  রহমান অসীম সাহস ও নৈতিকতার পরিচয় দিয়েছেন।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button