খেলা

বার্সা ছেড়ে উলভসে সেমেদো

পর্তুগিজ তারকা নেলসন সেমেদো কাতালান ক্লাব ছেড়ে ইংলিশ ক্লাব উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সে যোগ দিয়েছেন । তাকে বেঁছে নিয়েছেন ফুটবল ক্লাব বার্সেলোনা। নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ইংলিশ ক্লাবটি।

সেমেদো ইনস্টাগ্রাম বার্তায় বার্সেলোনা ছাড়ার বিষয়টি জানিয়ে এক বার্তা দিয়েছেন। সাম্প্রতিক সময়ে সেমেদো বার্সেলোনার চতুর্থ খেলোয়াড় যিনি কি-না দল ছাড়ছেন। চলতি মৌসুমে তৃতীয়। চলতি মৌসুমে এরমধ্যে ইভান রাকিতিচ ও আর্তুরো ভিদাল বিদায় নিয়েছেন।

৩৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে সেমেদোকে কিনেছে উলভারহ্যাম্পটন। এর মধ্যে ৩০ মিলিয়ন নগদ পাচ্ছে বার্সেলোনা। আর বাকি ৫ মিলিয়ন পরবর্তীতে পরিশোধযোগ্য। ২০১৭ সালে ৩০ মিলিয়ন ইউরোয় পর্তুগিজ ক্লাব বেনফিকা থেকে সেমেদোকে কিনেছিল কাতালান ক্লাবটি। বাড়তি ছিল আরও ৫ মিলিয়ন ইউরো।

বার্সার জার্সিতে ১২৪ ম্যাচে মাঠে নেমেছেন সেমেদো। যদিও নিজেকে অপরিহার্য খেলোয়াড় হিসেবে গড়তে পারেননি। কাতালান জার্সিতে ২ গোল করা খেলোয়াড় দুটি লা লিগা, একটি কোপা দেল রে এবং দুটি সুপারকোপার স্বাদ পেয়েছেন এ পর্তুগিজ তারকা।

এদিকে স্প্যানিশ গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, সেমেদোর শূন্যতা পূরণে আয়াক্সের ডাচ ডিফেন্ডার সার্জিনো দেস্তকে কেনার চেষ্টা করছেন নতুন কোচ রোনাল্ড কোমান। এছাড়া বিকল্প তালিকায় আছেন আর্সেনালের হেক্টর বেয়েরিনও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button