সড়ক নিরাপত্তায় টাস্কফোর্সের নেতৃত্বে স্বরাষ্ট্রমন্ত্রী।

সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও দুর্ঘটনা কমাতে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের সুপারিশ বাস্তবায়নে এক সপ্তাহের মধ্যে কাজ শুরু করবে টাস্কফোর্স। আর এই টাস্কফোর্সের প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রাজধানীর বনানীতে সড়ক পরিবহন কর্তৃপক্ষের কার্যালয়ে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভা থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন, মশিউর রহমান রাঙ্গা। এছাড়া সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, পরিবহণ মালিক-শ্রমিক সংগঠনের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও অংশ নেন সভায়।
সপ্তাহখানেক আগে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও দুর্ঘটনা কমাতে শাজাহান খানের নেতৃত্বে ২২ সদস্যের কমিটি ১১১টি সুপারিশ দেয়। কয়েকটি সংশোধনের পর তা অনুমোদন দেয়া হয় কাউন্সিলে।
সভাশেষে ওবায়দুল কাদের জানান, সুপারিশ বাস্তবায়নে টাস্কফোর্স গঠন করা হয়েছে। এই টাস্কফোর্সর নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, সড়ক পরিবহন ও সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে আগামী সপ্তাহের মধ্যে টাস্কফোর্স কার্যক্রম শুরু করবে।