জাতীয়

স্যানিটেশন শ্রমিকদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান

সমাজের বিভিন্ন জায়গায় বৈষম্যের শিকার স্যানিটেশন কর্মীরা। প্রাপ্য মজুরি তারা পান না। ঝুঁকিপূর্ণ কাজ করলেও নেই ঝুঁকি ভাতা। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় এই স্যানিটেশন কর্মীদের মর্যাদা নিশ্চিত করতে হবে, তাদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

শনিবার (১৪ জুন) রাজধানীর মোহাম্মদপুরে পরিচ্ছন্নতা কর্মীদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে ক্ষমতায়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। বেসরকারি মানবাধিকার উন্নয়ন সংগঠন পরিত্রাণ এর আয়োজনে ও এভিনা অ্যামেরিকাস ও ডেমোক্রেসি এ্যাট ওয়ার্ক ফান্ড এর সহযোগিতায় ২ দিনব্যাপী এ প্রশিক্ষণে ঢাকা উত্তর সিটিকর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা অংশ নেয়।

‎এ প্রশিক্ষণে স্যানিটেশন শ্রমিকদের চ্যালেঞ্জ ও সমাধান নির্ধারণ ও তা সমাধানে কার্যকর করণীয় নিয়ে আলোচনা করা হয়। সেসঙ্গে শ্রম অধিকার, মানবাধিকার ও কর্মক্ষেত্রে মর্যাদা সংক্রান্ত মৌলিক ধারণা প্রদান করা হয়।

প্রশিক্ষণে দৈনন্দিন কর্মপরিবেশে বিদ্যমান ঝুঁকিসমূহ চিহ্নিত করে ঝুঁকি হ্রাস ও প্রতিরোধে বাস্তবভিত্তিক পদক্ষেপ নেয়ার পাশাপাশি সুরক্ষা কৌশল তুলে ধরা হয়।

সেসঙ্গে ‘গণমাধ্যম, লবিং, জনসচেতনতা’ ব্যবহার করে শ্রমিকদের পক্ষে দাবি আদায়ে কার্যকর পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে বিস্তারিত ধারনা প্রদান করা হয়।

এ প্রশিক্ষণে সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন, পরিত্রাণ এর কর্মসূচী সমন্বয়কারী মোঃ রবিউল ইসলাম, এসডব্লিউআরবি প্রকল্পের সমন্বয়কারী উজ্জ্বল কুমার দাস।

‎প্রশিক্ষণের সমাপনী দিনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের  কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষ্ণলাল দাস, ক্রিশ্চিয়ান এইড এর প্রতিনিধি মানিক এসহাক বিশ্বাস। এছাড়া পরিত্রাণের এসডব্লিউআরবি প্রকল্পের প্রজেক্ট অফিসার সৈয়দা রেজিনা আক্তার রোজী, এফএফ অনিক দাস প্রশিক্ষণে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

Related Articles

Leave a Reply

Back to top button