সংসদের দক্ষিণ প্লাজায় বাদলের প্রতি শ্রদ্ধা।
চট্টগ্রাম-৮ আসনের সাংসদ জাসদ নেতা মুক্তিযোদ্ধা মঈনউদ্দীন খান বাদলের প্রথম জানাজা জাতীয় সংসদ ভবনে হয়েছে। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সংসদ সদস্যরা। পরে মঈনউদ্দীন খান বাদলের মৃতদেহ নিয়ে যাওয়া হয় চট্টগ্রামে। সেখানে কয়েক দফা জানাজা শেষে দাফন করা হবে পারিবারিক কবরস্থানে।
একাত্তরের রনাঙ্গনের অকুতোভয় মুক্তিযোদ্ধা মঈনউদ্দীন খান বাদল। ৬৭ বছর বয়সে ভারতের একটি হাসপাতালে ৭ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শনিবার সকালে জাতীয় সংসদ ভবনে তার প্রথম জানাজা। অংশ নেন ডেপুটি স্পিকারসহ সংসদ সদস্যরা।
জানাজা শেষে মঈনউদ্দীন খান বাদলের মৃতদেহ রাখা হয় সংসদ প্রাঙ্গনে। এসময় রাষ্ট্রপতি আব্দুল হামিদের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন সামরিক সচিব। শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরীসহ সংসদস্যরা।
পরে দেয়া হয় গার্ড অব অনার। গার্ড অব অনার দেয়া হয় মঈনউদ্দীন খান বাদলকে।