রাজকূট

শর্ষের ভেতরে ভূত রেখে সংস্কার হবে না: সালাহ উদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেছেন, শর্ষের ভেতরে ভূত রেখে সংস্কার হবে না। তিনি প্রথমে অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সংস্কার দাবি করেছেন। বৃহস্পতিবার (২৯ মে) বিকালে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
সালাহ উদ্দিন বলেন, ‘চ্যারেটি বিগেইস এট হোম’। আমরা বলেছি, আপনার (প্রধান উপদেষ্টা) উপদেষ্টা পরিষদ সংস্কার করুন। কারণ আপনার উপদেষ্টা পরিষদ নিরপেক্ষ নয়। এখানে দুইজন ছাত্র উপদেষ্টা আছেন, তারা একটি দলের। আরেকজন উপদেষ্টা আছেন, যিনি ২০ বছর বিদেশে অবস্থান করে এখন দেশে এসে বিতর্কিত ভূমিকার কারণে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছেন। তিনি (নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান) আর কী পরিকল্পনা নিয়ে এসেছেন, জানি না—আল্লাহ মা‘বুদ।”
তিনি বলেন, “আপনার উপদেষ্টা পরিষদে আরও কয়েকজন আছেন, যারা ফ্যাসিবাদের দোসর। সংস্কার করুন… নাম বলব না, বিব্রত হবেন। আমরা তার কাছে ইচ্ছা প্রকাশ করেছি। কিন্তু শর্ষের মধ্যে ভূত রেখে সংস্কার করলে তা কখনও সফল হবে না।”
সালাহ উদ্দিন আহমদ আরও বলেন, “এমন কোনো সংস্কার নেই, যা এক সপ্তাহ থেকে এক মাসের মধ্যে বাস্তবায়নযোগ্য নয়—যদি জাতীয় ঐকমত্য থাকে। আমরা বলেছি, যেসব সাংবিধানিক সংস্কারে জাতীয় ঐকমত্য থাকবে, তা নির্বাচিত সংসদের মধ্যেই করতে হবে। এটাই আমাদের স্পষ্ট বক্তব্য।”
তিনি বলেন, “কোনো ডিপার্টমেন্টে বা আইনে যেসব সংস্কার নির্বাহী আদেশে সম্ভব, তা করে দিন। জুডিশিয়ারি সংস্কারের ক্ষেত্রে তো অনেক দূর এগিয়ে গেছি। এখন আর দেরির প্রয়োজন নেই। অনেক সংস্কার ইতোমধ্যে হয়ে গেছে। এখন দরকার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ও অধস্তন আদালতের নিয়ন্ত্রণ নিয়ে আইন প্রণয়ন।”
তিনি জানান, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন ও প্রশাসনিক কমিশন সংক্রান্ত সংস্কার নিয়ে বিএনপির পক্ষ থেকে যেসব প্রস্তাব দেওয়া হয়েছে, তাতে ঐকমত্য রয়েছে।
প্রধান উপদেষ্টার একটি বক্তব্যের সমালোচনা করে সালাহ উদ্দিন বলেন, “শুনেছি তিনি বিদেশে গিয়ে বলেছেন, মাত্র একটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। আর তাড়াহুড়ো করে সংস্কার করতে হবে। কিন্তু আমরা বলেছি, প্রথমে ঘরের ভেতর সংস্কার করুন। আপনার উপদেষ্টাদের নিয়ে প্রশ্ন আছে।”
তিনি আরও বলেন, “সাংবিধানিক সংস্কারের বাহানা দিয়ে নির্বাচন বিলম্বিত করবেন না। জাতিকে বিভক্ত করবেন না। গণতান্ত্রিক শক্তিগুলোকে বিভক্ত করার সুযোগ দেবেন না। বরং যে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য গড়ে উঠেছে, তা আরও সুদৃঢ় করতে হবে।”
সালাহ উদ্দিন বলেন, “আমাদের ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখা নিয়ে দল কাজ করছে। তারেক রহমান এরই মধ্যে বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা প্রণয়ন করেছেন—যেমন স্বাস্থ্য কার্ড, রেশন কার্ডভিত্তিক খাদ্য সহায়তা, শিক্ষাবৃত্তি, কৃষি সহায়তা ইত্যাদি।”
তিনি বলেন, “সবকিছুই নির্ভর করছে একটি গ্রহণযোগ্য, গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের ওপর। যদি শক্তিশালী সাংবিধানিক কাঠামো গড়ে ওঠে, তাহলে বাংলাদেশে গণতন্ত্র ও উন্নয়নের ভবিষ্যৎ দৃশ্যমান হবে।”
সভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্রধান অতিথি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।
এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদ, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক মাহবুব উল্লাহ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান।

Related Articles

Leave a Reply

Back to top button