লায়ন্স ক্লাব এবং লিও ক্লাব এর যৌথ উদ্যোগে অক্টোবর সেবা মাস ২০১৯ পালিত।
গত ২৯ অক্টোবর ২০১৯, রোজ মঙ্গলবার গেন্ডারিয়া কিশলয় কঁচি কাচার মেলা স্কুলে ‘লায়ন্স ক্লাব অব ঢাকা মিড ভ্যালী গ্রীন’ এবং ‘লিও ক্লাব অব ঢাকা ভিশন’ এর যৌথ উদ্যোগে আয়োজিত-
১| সম্মানিত লেডি গভর্নর ”লায়ন আয়েশা খাতুন বুলু” এর সুস্থতা কামনায় দোয়া মাহফিল।
২| বৃক্ষ রোপণ।
৩| পরিষ্কার পরিচ্ছন্নতা।
৪| হাত ধৌত করণ প্রশিক্ষণ।
সফল ভাবে সম্পন্ন হয়েছে।
সার্ভিস প্রোগ্রাম গুলোতে উপস্থিত ছিলেন লায়ন জেলা ৩১৫ বি২, বাংলাদেশ এর সম্মানিত কেবিনেট সেক্রেটারি ‘লায়ন শাহাদাৎ হোসাইন’, কেবিনেট ট্রেজারার ‘লায়ন নেয়ামত উল্লাহ্ বাবু’, বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশন এর সেক্রেটারি ‘লায়ন জাফর ইকবাল’, লিও ক্লাব অব ঢাকা ভিশন এর সম্মানিত এডভাইজার ‘লায়ন শফিউল আলম শামীম’, ‘লায়ন জামান খন্দকার’, সাবেক লিও ক্লাব চেয়ারম্যান ‘লায়ন হাসানুল ইসলাম’, প্রাউড পাষ্ট ‘লায়ন হারুনুর রশিদ শিপলু’।
আরো উপস্থিত ছিলেন লিও জেলা ৩১৫ বি২, বাংলাদেশ এর সেক্রেটারি ‘লিও তৌকির রহিম রিসাত’, রিজিওন ডিরেক্টর ‘লিও ইফাত জেরিন নাশিতা’, ডিস্ট্রিক ডিরেক্টর ‘লিও শাহরিক হাসান’, লিও ক্লাব অব ঢাকা ভিশন এর প্রেসিডেন্ট এবং ডিস্ট্রিক জয়েন্ট সেক্রেটারি ‘লিও জাকিয়া সুলতানা’, সেক্রেটারি ‘লিও তুষার সরকার’, ট্রেজারার ‘লিও গালিব হাসান’, জয়েন্ট ট্রেজারার ‘লিও নাজমুল ইসলাম’, টেইল টুইষ্টার ‘লিও হানি ইয়াসির’, সদস্য ‘লিও সাদিয়া আফরিন’ ‘লিও গোলাম মাওলা বাঁধন’, ‘লিও যাবালে নূর আদনান’, ‘লিও আশিক ভূঁইয়া’, ‘লিও রিফাত শেখ’।
সার্ভিস প্রোগ্রামে সম্মানিত লেডি গভর্নর ‘লায়ন আয়েশা খাতুন বুলু’ এর রোগমুক্তির জন্য মিলাদ মাহফিল ও তোবারক বিতরণ, স্কুল ক্যাম্পাসে ৫০ টি গাছের চারা রোপণ, স্কুল ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্নতা এবং স্কুলের ছাত্র-ছাত্রীদের হাত ধৌত করণ প্রশিক্ষণ দেয়া হয়।