‘মাশরেকী সম্মাননা ২০২৫’ পেলেন ১৫ বিশিষ্টজন

ঢাকা : দেশের বিভিন্ন অঙ্গনে বিশেষ অবদান রাখায় ১৫ বিশিষ্টজনকে ‘মাশরেকী সম্মাননা ২০২৫’ পুরস্কারে ভূষিত করা হয়। মাটি ও মানুষের কবি আবদুল হাই মাশরেকী’র ১১৬তম জন্মজয়ন্তী উপলক্ষে তার রচিত গজল পরিবেশন করেন ওস্তাদ জামাল হাসান।
শনিবার (৩১ মে) জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে জন্মোৎসব, গজল সন্ধ্যা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে কবি আবদুল হাই মাশরেকী গবেষণা কেন্দ্র, ঢাকা।
কবিপুত্র নঈম মাশরেকীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্মসংস্খান ব্যাংকের চেয়ারম্যান ড. এ এফ এম মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি শাহ নুরুল কবির শাহিন, অভিনেতা ও আবৃত্তি শিল্পী শংকর সাঁওজাল ও এটিএন বাংলার সিনিয়র উপদেষ্টা তাশিক আহমেদ।
এবারের আয়োজনে ১৫ বিশিষ্টজনকে অতিথিরা পুরস্কার হিসেবে সনদ, কাঠখোদাই করা বিশেষ ক্রেস্ট ও গামছাবান্ধা দই উপহার হিসেবে তুলে দেন।
কবি আবদুল হাই মাশরেকী গবেষণা কেন্দ্র, ঢাকা’র সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানের সহযোগী আয়োজক ‘জনপ্রশাসন’ পত্রিকা। মিডিয়া পার্টনার ছিল এটিএন বাংলা।