![](https://newsnowbangla.com/wp-content/uploads/2019/11/inbound4661818847100787467.jpg)
মহারাষ্ট্রে সরকার গড়ছে শিবসেনা-কংগ্রেস-এনসিপি: মূখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে
শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের হাতেই উঠতে যাচ্ছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদটি। মুম্বাইয়ে শিবসেনা, এনসিপি এবং কংগ্রেসের বৈঠকের পর এ সিদ্ধান্ত আসে। তবে, অন্যসব পদে পাচ্ছে এনসিপি এবং কংগ্রেস সদস্যরা। শিগিরই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ঘোষনা আসবে জোটের পক্ষ থেকে।
জোট সরকারের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন উদ্ধব ঠাকরে। শিবসেনা সরকারের নেতৃত্ব দিলেও উপ-মুখ্যমন্ত্রী বা বিধানসভার স্পিকারের পদে থাকবেন কংগ্রেস-এনসিপির প্রতিনিধি। শুরুতে, আড়াই বছর স্থায়ীত্বকালের মুখ্যমন্ত্রী পদের জন্য দাবি জানিয়েছিলো শরদ পাওয়ারে দল এনসিপি।
মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসনের এক সপ্তাহ পরেই জোটটি গড়ে ওঠে। আদর্শগতভাবে ভিন্নদল শিবসেনার সাথে কংগ্রেসের জোটে সেতুবন্ধের ভূমিকায় কাজ করেন এনসিপি প্রধান শারদ পাওয়ার।
বিধাননসভা নির্বাচনে, ২৮৮ আসনের মধ্যে ১০৫টি আসন পায় বিজেপি। অন্যদিকে, শিবসেনা পায় ৫৬টি আসন। তবে ক্ষমতা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব চরমে পৌঁছালে ভেঙ্গে যায় বিজেপি-শিবসেনা জোট।