জাতীয়

বাংলাদেশ মেরিটাইম অঞ্চল আইন’ এর খসড়ার নীতিগত অনুমোদন

সমূদ্রের জলসীমায় সার্বভৌমত্ব প্রতিষ্ঠা, সম্পদ আহরণ, সুনীল অর্থনীতির বিকাশ, অপরাধ প্রবণতা ঠেকাতে, ‘বাংলাদেশ মেরিটাইম অঞ্চল আইন’ এর খসড়া র নীতি গত অনুমোদন করেছে মন্ত্রী সভা। প্রধান মন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রীসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়েছে। দূরদর্শি সিদ্ধান্তে, দেশ স্বাধীনের পর পরই, সমূদ্র বিষয়ক আইন প্রণয়ন করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
আইনী লড়াইয়ে প্রতিবেশী দেশগুলোর সাথে, সমূদ্রসীমা চূড়ান্ত করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
বঙ্গোপসাগরে দুই শ নটিক্যাল মাইল এবং সাড়ে তিন শ নটিক্যাল মাইলে সুনীল অর্থনীতির বিশাল সম্ভাবনা হাতছানি দিচ্ছে বাংলাদেশকে।
এই অর্থনীতিকে টেকসই করতে, মেরিটাইম অঞ্চলের সার্বিক তত্ত্বাবধানে ‘বাংলাদেশ মেরিটাইম অঞ্চল আইন’ যুগোপযোগী করার উদ্যেগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রীসভার নিয়মিত বৈঠকে আইনটির খসড়ার অনুমোদন করা হয়।
পরে, সচিবালয়ে বৈঠকের বিষয় সাংবাদিকদের অবহিত করেন মন্ত্রিপরিষদ সচিব। তিনি জানান, আইনটি সমূদ্রের সার্বভৌমত্বকে সুপ্রশস্ত করবে।
সমূদ্রে অপরাধে মারা গেলে শাস্তির বিধান রাখা হয়েছে মৃত্যুদন্ড। আর জলদস্যুতা কিংবা সন্ত্রাসের মত অপরাধে ১৪ বছরের কারাদণ্ড, অথবা অর্থদন্ড অথবা উভয় শাস্তি র বিধান রাখা হয়েছে আইনে। এতে, সকল ধরনের অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে ।
এছাড়া, আজকের বৈঠকে বাংলাদেশ কর্তৃক ‘মন্ট্রিল প্রটোকল এর কিগালি সংশোধনী’ অনুসাক্ষরের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রী সভা।

Related Articles

Leave a Reply

Back to top button