জাতীয়
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির শ্রদ্ধা

জাতীয় শোক দিবসে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে দেয়া হয় রাষ্ট্রীয় সালাম ও গার্ড অব অনার। শ্রদ্ধা জানানোর পরে দোয়া ও মোনাজাত করা হয়।শ্রদ্ধা জানান স্পীকার শিরীন শারমীন চৌধুরী, প্রধান বিচারপতি। আওয়ামী লীগের পক্ষ থেকেও জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।বঙ্গবন্ধুর লুকিয়ে থাকা খুনিদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা জোরদারর করা হয়েছে। এসময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন৷ বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক দেশ গড়াই আজকের দিনের শপথ।