পেঁয়াজের দাম বাড়ছেই, কমার কোনো লক্ষণই নেই।
আরেক দফা বেড়েছে পেঁয়াজের দাম। বাড়তি দামে বিক্রি হচ্ছে আদা রসুনও। বিক্রেতারা বলছেন খুব শিগগিরই দাম কমার সম্ভাবনাও নেই। তবে বাঙালি-পছন্দের ইলিশ কিনে সন্তুষ্ট ক্রেতারা। স্বস্তির দামে বিক্রি হচ্ছে সব ধরণের সবজি। পেঁয়াজের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় গেলো মঙ্গলবার দাম কমে আসার আশ্বাস দিয়েছিলেন বাণিজ্য সচিব। কিন্তু বাজারের চিত্র একটুও বদলায়নি। কমাতো দুরেরর কথা দাম বাড়ছেই। পাইকারী বাজারে পেঁয়াজের কেজি ৬৫ থেকে ৭০ টাকা। আর খুচরা বিক্রি ৮০ টাকা কেজি দরে। আদা রসুনেও স্বস্তি নেই। কেজিতে ২০ টাকা বেড়ে আদা-রসুন বিক্রি হচ্ছে ১৮০ টাকা করে।
বাজারে ইলিশের সরবরাহ ভালো। দামও নাগালের মধ্যে। ৮শ গ্রাম সাইজের ইলিশের কেজি ৮শ টাকা।, ১১শ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১১শ টাকা।
আড়াই থেকে ৩ কেজি ওজনের কাতল মাছ বিক্রি হচ্ছে সাড়ে ৩শ টাকা কেজি। ৪শ থেকে ১২শ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে নানা পদের চিংড়ি।
ব্রয়লার মুরগির কেজি ১৪৫ টাকা আর খাসির মাংসের কেজি ৮শ টাকা
সবজির বাজারে বরবটি ও বেগুনের কেজি ৫০, আর ঢেড়শ-পটল বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে।