পেঁয়াজের দাম চারদিনে বাড়লো ৬০ থেকে ৮০ টাকা
কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না পেঁয়াজের। খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে আড়াইশ’ টাকায়। গত চার দিনেই প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে ৮০ থেকে ১০০ টাকা। এদিকে, সংকট কাটাতে মিশর থেকে বিমানে করে পেঁয়াজ আনছে এস আলম গ্রুপ।
গত সেপ্টেম্বর থেকেই অস্থির পেঁয়াজের বাজার। ভারত পেঁয়াজ রাপ্তানি বন্ধ করলেও মিশর, মিয়ানমারসহ বেশ কিছু দেশ থেকে পেঁয়াজ আনা হলেও বদলায়নি বাজারের চিত্র।
লাগামহীন বাজারে শনিবারের চিত্র আরো করুণ। কেজি উঠেছে ২৫০ থেকে ২৬০ টাকায়।
কারওয়ান বাজারের আড়তে প্রতি পাল্লা অর্থাৎ পাঁচ কেজি পেঁয়াজের দর এক হাজার একশ টাকা থেকে এক হাজার দুইশত টাকা পর্যন্ত। প্রতি কেজির দাম পড়ে ২৪০ টাকার মত।
আমদানি কম, কিনতেও হচ্ছে বেশি দামে তাই বাজারের এই অবস্থা বলে জানান ব্যবসায়ীরা ।
সকাল বিকেল পেঁয়াজের দামের ওঠানামায় হতাশ ক্রেতারা।দামের নাগাল টানতে দ্রুতই সরকারি উদ্যোগ চান তারা।
কারওয়ান বাজারে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি টিম বাজার পর্যবেক্ষণে করেন। দাম নিয়ে কারসাজি করলে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেয়া হয়।
সংকট মেটাতে মিশর থেকে বিমানে পেঁয়াজ আমদানি করছে এস আলম গ্রুপ। দুয়েকদিনের মধ্যেই বাজারে আসবে মিশরের পেঁয়াজ