জেলার খবর

পাহাড় ধ্বস: ২ শিশুর মৃত্যু

শামীমা দোলা।

কক্সবাজারের টেকনাফে পৃথক পাহাড় ধসে মেহেদী হাসান ও আলিফা নামে দুই শিশু নিহত হয়েছে।
স্থানীয়রা জানায়, সকালে ভারি বর্ষণের ফলে টেকনাফের পল্লানপাড়ার উরুমারছড়ায় প্রথমে পাহাড় ধসের ঘটনা ঘটে। এসময় মাটি চাপা পরে এক শিশুর মৃত্যু হয়। এরপরপরই ওই এলাকার ফকিরামোরা এলাকায় আরও একটি পাহাড় ধসে পড়ে। স্থানীয়রা দ্রুত মাটি সরিয়ে তাদের বের করে।

Related Articles

Leave a Reply

Back to top button