Leadঅর্থ-বাণিজ্য

নোবেলসহ ৯ আন্তর্জাতিক পুরস্কারে করমুক্তির প্রস্তাব বাজেটে

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নোবেলসহ ৯টি আন্তর্জাতিক পুরস্কার ও বিদেশি সরকারপ্রদত্ত সম্মাননায় করমুক্ত সুবিধার প্রস্তাব দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

সোমবার (২ জুন) বিকেলে বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত বাজেট উপস্থাপনায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ ঘোষণা দেন।

নোবেল পুরস্কার ছাড়াও যেসব পুরস্কার করমুক্ত সুবিধার তালিকায় রয়েছে সেগুলো হলো- র‌্যামন ম্যাগসেসে পুরস্কার, বুকার পুরস্কার, পুলিৎজার পুরস্কার, সিমন বলিভার পুরস্কার, অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, গ্র্যামি অ্যাওয়ার্ড, এমি অ্যাওয়ার্ড, গোল্ডেন গ্লোব ও কান ফিল্ম অ্যাওয়ার্ড।

বিদ্যমান আয়কর আইন অনুযায়ী, বিদেশ থেকে কোনো আয় যদি রেমিট্যান্স এর শর্ত মেনে দেশে আনা হয়, সেক্ষেত্রে তা করমুক্ত। কিন্তু আলোচ্য বিদেশি পুরস্কারের ক্ষেত্রে কেউ যদি দেশে থেকে ওই পুরস্কার প্রাপ্ত হন, সেক্ষেত্রে আইনে কিছু বলা নেই।

আয়ের উৎসে স্বচ্ছতা আনাই লক্ষ্য
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর এক কর্মকর্তা জানান, বর্তমান আয়কর আইনে বিদেশ থেকে বৈধ উপায়ে আসা আয় রেমিট্যান্স হিসেবে বিবেচিত হলে তা করমুক্ত থাকে। কিন্তু দেশে বসে কেউ আন্তর্জাতিক পুরস্কার পেলে এবং তার অর্থ দেশে আনার বিষয়টি স্পষ্টভাবে আইনে বলা নেই। ফলে পুরস্কারপ্রাপ্ত অর্থ করযোগ্য বলে বিবেচিত হতো।

নতুন বাজেটে বিষয়টি স্পষ্ট করায় ভবিষ্যতে আন্তর্জাতিক স্বীকৃতি ও সম্মাননায় প্রাপ্ত অর্থ করমুক্ত থাকবে, এমনকি তা দেশে থেকেই অর্জিত হলেও।

Related Articles

Leave a Reply

Back to top button