আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় নৌবাহিনীর বিমান বিধ্বস্ত, নিহত ৪

দক্ষিণ কোরিয়ায় প্রশিক্ষণ ফ্লাইটের সময় নৌবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে চার আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ মে) স্থানীয় সময় দুপুরে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের পোহাং শহরে এ দুর্ঘটনা ঘটে।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, দুপুর ১টা ৪৩ মিনিটে পোহাংয়ের ঘাঁটি থেকে উড্ডয়ন করে নৌবাহিনীর পি-৩ প্যাট্রোল বিমানটি। কিছু সময় পরই সেটি বিধ্বস্ত হয়। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।
বিবৃতিতে আরও বলা হয়, বিমানে থাকা চার আরোহীর সবাই নিহত হয়েছেন। তাদের মরদেহ শনাক্ত করা হয়েছে এবং উদ্ধার অভিযান চলমান রয়েছে।
দুর্ঘটনার স্থানে বেসামরিক হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানানো হয়েছে। এ ঘটনায় নৌবাহিনীর পক্ষ থেকে একটি তদন্ত টাস্কফোর্স গঠন করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তাজনিত সতর্কতার অংশ হিসেবে সাময়িকভাবে বহরে থাকা সব পি-৩ বিমানের উড্ডয়ন ও অবতরণ স্থগিত করা হয়েছে।
পোহাংয়ের জরুরি সেবাবিষয়ক কার্যালয় জানায়, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বিমান পাহাড়ি এলাকার একটি ভবনের কাছে বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।
এর আগে গত ডিসেম্বরে দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে জেজু এয়ারের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছিল। ওই ঘটনায় ১৮১ আরোহীর মধ্যে মাত্র দুজন বেঁচে যান। এটি দক্ষিণ কোরিয়ার ইতিহাসে অন্যতম মারাত্মক বিমান দুর্ঘটনা হিসেবে বিবেচিত।

Related Articles

Leave a Reply

Back to top button