জাতীয়
তরুণ প্রজন্মকে না বুঝলে ক্ষমতায় যারাই আসুক পরিণতি আওয়ামী লীগের মতোই হবে: হাসনাত

আগামীতে যারাই ক্ষমতায় আসবে তারা তরুণ প্রজন্মের ভাষা বুঝতে ব্যর্থ হলে তাদেরও আওয়ামী লীগের মতো পরিণতি হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে সংক্ষিপ্ত পথসভায় তিনি এই মন্তব্য করেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগ ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে না যারা বলেন, তারা আওয়ামী লীগের ফ্যাসিবাদের ইন্ধনে ছিলেন।’