আন্তর্জাতিক
একমাস পর কাশ্মীরে টেলিফান সংযােগ।
বিশেষ মর্যাদা বাতিল ও নিষেধাজ্ঞা আরোপের এক মাস পর ল্যান্ডলাইন টেলিফোন সংযোগ চালু হলো পুরো কাশ্মীরে। বৃহস্পতিবার থেকেই টেলিফোন সংযোগ পুনস্থাপন হয় কাশ্মীর উপত্যকায়। তবে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সংযোগ এখনও স্বাভাবিক হয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা।
এদিকে জুম্মার নামাজকে কেন্দ্র করে জম্মু-কাশ্মীরের বিভিন্ন এলাকায় নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। অন্যদিকে কাশ্মির ইস্যুতে আবারও ভারতের তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এছাড়া কাশ্মীরের হাসপাতালগুলোতে মেডিকেল সাপ্লাই শেষ হয়ে গেছে দাবি করে করাচিতে বিক্ষোভ করেছে চিকিৎসক ও নার্সরা।