ক্রীড়াঙ্গন
ইউরোপের কোনো দেশের সঙ্গে খেলার পরিকল্পনায় বাংলাদেশ

এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সদস্য হওয়ায় বাংলাদেশ সাধারণত এশিয়ার দেশগুলোর সঙ্গেই খেলে। কখনো এএফসির টুর্নামেন্টে, কখনো আবার প্রীতি ম্যাচে অংশ নেয় দলটি। তবে এবার ভিন্ন কিছু করতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ইউরোপের কোনো দেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে তারা।
আজ (বৃহস্পতিবার) বাফুফের জাতীয় দল কমিটির সভায় এই পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। সভা শেষে কমিটির ডেপুটি চেয়ারম্যান ইমরুল হাসান বলেন, “১-৯ সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে বাংলাদেশ একটি বা একাধিক ম্যাচ খেলবে, এটা নিশ্চিত। আমরা চাই ইউরোপে গিয়ে দুটি প্রীতি ম্যাচ খেলুক দল। তবে হোম ম্যাচ খেলার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছি না।”
প্রসঙ্গত, বাংলাদেশ জাতীয় ফুটবল দল সর্বশেষ ইউরোপ সফর করেছিল (২০০০) সালে। ইংল্যান্ডে অনুষ্ঠিত একটি ত্রিদেশীয় সিরিজে অংশ নিয়েছিল বাংলাদেশ, যেখানে প্রতিদ্বন্দ্বী ছিল ভারত ও পাকিস্তান। সেই হিসেবে ইউরোপ সফরটি হলে তা হবে দুই দশক পরের ঘটনা।
এদিকে, সেপ্টেম্বরে প্রীতি ম্যাচ খেলার মাধ্যমে দলটি প্রস্তুতি নেবে এশিয়ান কাপ বাছাইয়ের জন্য। এই বাছাই পর্বে বাংলাদেশের ম্যাচ রয়েছে অক্টোবর ও নভেম্বর মাসে।
তবে একই সময়ে (সেপ্টেম্বর) এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বও অনুষ্ঠিত হবে। জাতীয় দলের অনেক খেলোয়াড় অনূর্ধ্ব-২৩ ক্যাটাগরির মধ্যে পড়ে, ফলে একই খেলোয়াড় দুই দলের জন্য বিবেচ্য। এ নিয়ে দল গঠনে জটিলতা দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইমরুল হাসান বলেন, “আমাদের হাতে এখনও সময় আছে। কোচিং স্টাফ এই বিষয়গুলো নিয়ে কাজ করবে।”
জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ২০২৩ সালে এশিয়ান গেমসে অনূর্ধ্ব-২৩ দলের কোচের দায়িত্ব পালন করেছিলেন। এবারও তাকে নিয়েই আলোচনা চলছিল, তবে জাতীয় দলের ম্যাচ থাকায় অনূর্ধ্ব-২৩ দলের জন্য আলাদা কোচিং স্টাফের প্রয়োজন হবে বলে জানিয়েছেন ইমরুল, “জুন উইন্ডোর পর এ বিষয়ে আমরা কাজ শুরু করব।”
এদিকে, জুন উইন্ডোতে বাংলাদেশের দুটি ম্যাচ রয়েছে—একটি প্রীতি ম্যাচ ভুটানের বিপক্ষে এবং অন্যটি (১০ জুন) এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। এই দুই ম্যাচের জন্য আমের খানকেই জাতীয় দলের ম্যানেজার হিসেবে পুনর্বহাল করা হয়েছে।
এছাড়া গোলরক্ষক কোচেও পরিবর্তন আসছে। বসুন্ধরা কিংসের নুরুজ্জামান নয়নের পরিবর্তে আগের বিদেশি গোলরক্ষক কোচ মিগেলকে ফেরানো হচ্ছে বলে জানা গেছে।
জাতীয় দলের ফুটবলারদের রিপোর্টিং রয়েছে আগামীকাল। পরশু দিন থেকে অনুশীলন শুরু হবে। আবহাওয়া অনুকূলে না থাকলে জাতীয় স্টেডিয়ামের পরিবর্তে বিকল্প মাঠে অনুশীলন চলবে।