Leadঅপরাধ-আদালত

আবু সাঈদ হত্যা: ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহিদ আবু সাঈদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক ভিসি হাসিবুর রশীদ ও রংপুরের সাবেক পুলিশ কমিশনার মনিরুজ্জামানসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (৩০ জুন) আবু সাঈদ হত্যার ভিডিও দেখানো হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ সময় ৩০ আসামির বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম।

পরে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশীদ, রংপুর মেট্রাপলিটন পুলিশের সাবেক কমিশনার মনিরুজ্জামানসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিশেষ ট্রাইব্যুনাল। আলোচিত এই মামলায় ৪ আসামি কারাগারে রয়েছেন।

তারা হলেন- সরাসরি গুলি করা পুলিশ সদস্য আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী।

২০২৪ সালের ১৬ জুলাই দুপুরে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান আবু সাঈদ। প্রত্যক্ষদর্শী ও ছাত্রদের ভাষ্য অনুযায়ী, তিনি তখন ন্যায্য দাবিতে আয়োজিত এক শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নিয়েছিলেন।

আন্দোলন দমন করতে গিয়ে পুলিশের ছোড়া গুলিতে গুরুতর আহত হন আবু সাঈদ। পরবর্তীতে স্থানীয় হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর পর বিশ্ববিদ্যালয়ে এবং পরে দেশজুড়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ে ঢাকাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, যা ইতিহাসে ‘জুলাই গণঅভ্যুত্থান’ নামে পরিচিতি পায়।

Related Articles

Leave a Reply

Back to top button