অনুপ্রবেশকারীদের তালিকা করছে আওয়ামী লীগ।
এবার অনুপ্রবেশকারীদের তালিকা তৈরি করছে আওয়ামী লীগ। সারাদেশে আওয়ামী লীগের কমিটিতে যাতে অনুপ্রবেশকারীদের ঠাই না হয় সেজন্য এ তালিকা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সহযোগী সংগঠনেও যাতে বিতর্কিত ও অনুপ্রবেশকারী কেউ যাতে ঢুকতে না পারে সেজন্য দিক নির্দেশনা দেয়া আছে।
ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে সম্পাদকম-লীর সভা শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, সম্মেলন সামনে রেখে অনুপ্রশেকারীদের তালিকা করা হচ্ছে। তালিকাটি জেলা-উপজেলায়ও পাঠানো হচ্ছে।
ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনে বিতর্কিতদের যাতে অনুপ্রবেশ না ঘটে, সে জন্য সতর্ক আছি। নিজস্ব কিছু লোকজন ও গোয়েন্দা সংস্থা দিয়ে অনুপ্রবেশকারীদের একটি তালিকা তৈরি করেছেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দলীয় কার্যালয়ে তালিকা পাঠিয়ে দিয়েছেন। এটি নিয়ে বিভাগীয় দায়িত্বশীল নেতাদের সঙ্গে আলোচনা করেছি। শাখা ও সহযোগী সংগঠনের সম্মেলনের ক্ষেত্রে তালিকা দেখেই ব্যবস্থা নেবেন, যাতে তালিকায় যাদের নাম আছে তারা আবারও অনুপ্রবেশ করতে না পারে।’
বিএনপি চলমান শুদ্ধি অভিযানের সমালোচনা করলেও দেশবাসীর কাছে প্রশংসিত বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।