Leadঅপরাধ-আদালত

মিরপুরের ‘চাঁদা সম্রাট’ সেনাবাহিনীর হাতে গ্রেফতার

ঢাকা : রাজধানীর মিরপুরের কুখ্যাত চাঁদাবাজ সেলিম মিয়াকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুরের বিআরটিএ এলাকা থেকে তাকে আটক করে সেনাবাহিনী। চাঁদাবাজির মামলায় তাকে গ্রেফতার করা হয়।

দেশজুড়ে আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এ অভিযানটি সেই ধারাবাহিকতায় পরিচালিত হয়েছে।

সূত্রমতে, সেলিম মিয়া ফরিদপুরের সালথা থানার উত্তরচন্ডী চন্ডীবর্ধি গ্রামে তার জন্ম। ২০০৬ সালে রাজধানীতে বসবাস শুরু করেন। বছর ২/১ এর মধ্যেই মিরপুর দারুস সালাম থানা এলাকায় এক প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত হয়ে উঠেন। তার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।

চাঁদাবাজির আধিপত্য: বিগত সরকারের আমলে মিরপুরের লেগুনা ও অন্যান্য যানবাহনের চাঁদাবাজির সবকিছুই নিয়ন্ত্রণ করতেন এই সেলিম মিয়া।

সাংবাদিক নিপীড়ন: চাঁদাবাজি সংক্রান্ত তার কার্যক্রম নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের কারণে সাংবাদিক বিজয় দত্তের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন তিনি।

মিথ্যা মামলার ষড়যন্ত্র: আরও চাঞ্চল্যকর তথ্য হলো, ফরিদপুরের সালথা থানার উত্তর চন্ডী চন্ডীবর্ধি গ্রামের মান্দার মোল্লা নামে এক ব্যক্তি ২০২৩ সালে হঠাৎ মারা গেলেও, তার স্ত্রী হেনা বেগমকে দিয়ে সাংবাদিক বিজয় দত্তের নামে মিথ্যা মামলা দায়ের করার পিছনে মাস্টারমাইন্ড ছিলেন এই সেলিম মিয়া।

রাজনৈতিক পরিচয় সেলিম মিয়া মিরপুর দারুস সালাম থানা শ্রমিকলীগের সভাপতির দায়িত্বেও ছিলেন বলে জানা গেছে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় তাকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে লাঠিসোটা ও অবৈধ অস্ত্র নিয়ে সক্রিয় থাকতে দেখা যায়।

গ্রেফতার ও আইনি প্রক্রিয়া: চাঁদাবাজির মামলায় মিরপুর দারুস সালাম থানায় তার বিরুদ্ধে আগেই মামলা দায়ের ছিল। সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার পর তাকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে হাজির করা হবে বলে আশা করা হচ্ছে।

এলাকাবাসী জানায়, সেলিম মিয়ার গ্রেফতারে মিরপুরের সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা স্বস্তি ফিরে পেয়েছেন। তবে তার অপরাধ জগতের বিস্তৃত জাল এবং প্রভাব নিয়ে প্রশ্ন থেকে গেছে।

Related Articles

Leave a Reply

Back to top button