জাতীয়

পীরগঞ্জে প্রেমিকের সাথে দেখা করতে এসে এক নারী গণধর্ষণের শিকার

রংপুরের পীরগঞ্জে প্রেমিকের সাথে দেখা করতে এসে গণধর্ষণের শিকার হয়েছেন এক নারী।

গতকাল সোমবার দিবাগত রাতে পীরগঞ্জের ধর্মদাসপুর গ্রামের একটি গাছ বাগানে ঐ ঘটনা ঘটে। রাতভর আটকে রেখে ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করে ৫ বন্ধু।

ধর্ষণের শিকার তাহমিনা ( ছদ্মনাম) এর বাড়ী গাইবান্ধার তুলশী ঘাট এলাকায় সে জানায়, পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের ধর্মদাসপুর গ্রামের ছামছুল ইসলামের ছেলে ছালেক মিয়ার সাথে মোবাইল ফোনের সুবাদে পূর্ব পরিচয়। এরপর ছালেক মিয়ার সাথে আমার সু-সম্পর্ক হয়। সে আমার সাথে দেখা করার জন্য খুব জেদ করে বসে এবং তার কথা রক্ষার জন্য তার ডাকে সাড়া দিয়ে গতকাল সোমবার সন্ধ্যা ৬ টার দিকে আমি ঐ এলাকায় একাই চলে আসি।

এরপর ছালেক আমাকে তার নিকট আত্মীয়ের বাড়ীতে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে সন্ধ্যার পর তার গ্রামের পাশেই একটি গাছের বাগানে আমাকে নিয়ে যায়। আমাকে একা পেয়ে সুযোগ বুঝে আমার গায়ে হাত দেয় এবং পরে সে এক পর্যায়ে জোরপূর্বক আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে ধর্ষণ করে। এরপর একে একে তার আরও চার বন্ধু,রাকিব (২৩), রানা (২৫), এনামুল (২৫) ও সাইফুল (২৩) কে ফোনে ডেকে নেয় এবং ৫ বন্ধু সহ সারারাত ধরে আমাকে পালাক্রমে ধর্ষণ করে। শেষ রাতের দিকে আমার ডাক চিৎকারে আশপাশের কিছু লোকজন আমাকে উদ্ধার করে থানায় পাঠিয়ে দেন।

বড় আলমপুর ইউনিয়ন বিট পুলিশের এসআই মাহবুব হোসেন বলেন, ঐ নারী এখন ভিকটিম সার্পোট সেন্টারে আছে। জিজ্ঞাসাবাদ শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে বলে জানান এসআই মাহবুব হোসেন।

Related Articles

Leave a Reply

Back to top button