জাতীয়

আত্মগোপনে থাকা ইমরান শরীফকে গুলশান থানায় দিয়েছে র‌্যাব

ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের রায় উপেক্ষা করে আত্মগোপন করায় ছোট মেয়েসহ বাবা ইমরান শরিফকে হেফাজতে নিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) পরে তাঁকে গুলশান পুলিশের কাছে বুঝিয়ে দিয়েছে র‌্যাব।
বুধবার (১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর কালাচাঁদপুরে আত্মগোপনে থাকা বাবা ইমরান শরিফকে ছোট মেয়েসহ উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
২০০৮ সালে বিয়ে হয় তাঁর। ২০২১ সালের শুরুতেই বিচ্ছেদ। এক যুগের সংসার জীবনে জাপানি চিকিৎসক নাকানো এরিকো ও বাংলাদেশি-আমেরিকান নাগরিক শরীফ ইমরানের ঘর আলো করে আসে তিনটি কন্যা সন্তান। বিচ্ছেদের পর সন্তানদের অভিভাবকত্ব নিয়ে জাপান থেকে শুরু হয় ইমরান-এরিকোর আইনি লড়াই। সেই আলোচিত লড়াইয়ের সাময়িক সমাপ্তি হয় রবিবার (২৯ জানুয়ারি)। এদিন দুই শিশু সন্তানকে মা নাকানো এরিকোর জিম্মায় রাখার আদেশ দেন আদালত। এরপর ইমরান জানান, তিনি আপিল বিভাগে পুনরায় আবেদন করবেন। চালিয়ে যাবেন সন্তানদের ফিরে পাওয়ার আইনি লড়াই।
র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘আদালতের রায় উপেক্ষা করে মায়ের কাছে সন্তানকে হস্তান্তর না করে ছোট মেয়েসহ বাবা আত্মগোপনে চলে যান। এই অভিযোগ পাওয়ার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কালাচাঁদপুর এলাকায় আত্মগোপনে থাকা বাবা ইমরান শরিফকে ছোটো মেয়েসহ হেফাজতে নেয়া হয়েছে।’

Related Articles

Leave a Reply

Back to top button