দ্বিগুনেরও বেশি দামে মোববাতি
বিদ্যুৎ বিভ্রাটের কারণে, রাজধানীর বাজারে ১০ টাকার মোববাতি কিনতে গুনতে হয়েছে ৩০ টাকা।
রাজধানীর বাজারে দেখা দিয়েছে মোববাতির সংকট। ১০ টাকার মোববাতি কিনতে গুনতে হয়েছে ৩০ টাকা। তবে মঙ্গলবার বিকাল ৪টার পর থেকে রাজধানীর অধিকাংশ এলাকায় বাড়তি দামেও মোমবাতি পাওয়া যায়নি।
রাজধানীর এক পাইকারি দোকানের মালিক জানিয়েছেন, চার্জার লাইটের প্রচলনের কারণে আজকাল কোনো দোকানে মোমবাতির খুব বেশি মজুত থাকে না। আমার দোকানে ৩০ থেকে ৩৫ ডজন মোমবাতি ছিল। এক ঘণ্টায়ই সব মোমবাতি বিক্রি হয়ে গেছে।
প্রতিটি মোমবাতি ১৫ টাকায় বিক্রি করেছেন বিভিন্ন দোকানিরা। এক দোকানদার জানিয়েছেন, দোকানে ১০০ মোমবাতি ছিল। সব বিক্রি হয়ে গেছে। কোনো কোনো দোকানে ২০ থেকে ৩০ টাকা দামে প্রতিটি মোমবাতি বিক্রি হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী জানান, কোনো দোকানেই মোমবাতি নেই। বিকেল ৫টার দিকে জিগাতলার ট্যানারি মোড়সহ বিভিন্ন এলাকার দোকান ঘুরেও মোমবাতি পাইনি।