আন্তর্জাতিক

নাইজেরিয়ায় জঙ্গি হামলায় নিহত ৬৫

নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলের বোর্নো রাজ্যে সন্দেহভাজন জঙ্গিদের হামলায় অন্তত ৬৫ জন নিহত হয়েছেন। শনিবার একদল গ্রামবাসীর ওপর হামলায় এ প্রাণহানির ঘটনা ঘটে। রবিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এ হামলা ও প্রাণহানির খবর দিয়েছে। যুক্তক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স এর প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে।

স্থানীয় সরকারের চেয়ারম্যান মোহাম্মদ বুলামা জানান, শনিবার দাফন থেকে ফেরার পথে ২১ জনকে হত্যা করে জঙ্গিরা। এক পর্যায়ে স্থানীয়রা প্রতিরোধের চেষ্টা করলে আরও ৪৪ জনকে হত্যা করা হয়।

এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে জঙ্গিগোষ্ঠী আইএসের দলছুট একটি অংশ এবং বোকো হারাম মাঝেমধ্যেই অঞ্চলটিতে হামলা চালিয়ে থাকে।

গ্রামটির বাসিন্দারা দুই সপ্তাহ আগে বোকো হারামের ১১ জঙ্গিকে হত্যা করে। এর প্রতিশোধ শনিবারের হামলাটি চালানো হতে পারে বলে মনে করছেন চেয়ারম্যান বুলামা।

এক বিবৃতিতে এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি। অপরাধীদের গ্রেফতারের জন্য তিনি সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button