যুক্তরাষ্ট্রে গার্লিক ফেস্টিভ্যালে বন্দুক হামলা
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে গার্লিক ফেস্টিভ্যালে হামলা চালিয়েছে এক বন্দুকধারী। রোববার তিন দিনব্যাপী এ উৎসবের শেষ দিনে হামলা চালানো হয়। এতে ১১ জন আহত হওয়ার খবর জানা গেছে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, হামলা থেকে বাঁচতে লোকজন দৌড়ে উৎসবস্থল ছেড়ে পালিয়ে যাচ্ছেন। অন্যদিকে পেছন থেকে বিকট শব্দ শোনা যাচ্ছে।
স্যান জোসের দক্ষিণে গিলরয় গার্লিক ফেস্টিভ্যালে হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আহতদের উদ্ধারে ছুটে যায় অ্যাম্বুলেন্স।
আহতদের উদ্ধারে ঘটনাস্থলে জড়ো হওয়া অ্যাম্বুলেন্সকর্মীদের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এনবিসি বে এরিয়া ১১ জন আহতের খবর দিয়েছে।
টুইটারে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ঘটনাস্থলে পৌঁছেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বন্দুকধারী এখনও ধরা পড়েনি। সাবধানে ও নিরাপদে থাকুন।
তথ্যসূত্র : দ্য গার্ডিয়ান, রয়টার্স, সিএনএন।