সাহিত্য ও বিনোদন

অসময়েই ‘বুড়ো’ রণবীর!

ফাঁকা মাথায় এলোমেলো সাদা চুল। মুখে না কামানো পাকা দাড়ি-গোঁফ, এ কোন রণবীর?

বৃহস্পতিবার রাতে, বুড়ো হলে কেমন দেখতে হবে রণবীর কপূরকে? ইনস্টাগ্রামে নিজেই তার ছবি দিলেন।

তারকার ইনস্টাগ্রামের প্রথম ছবি দেখে, হতবাক নেটিজেনরা, কেন এই বয়স্ক বৃদ্ধের রূপ! সবার এমন প্রশ্নের উত্তর নিজেই দিয়েছেন রণবীর।

ক্যাপশন লিখেছেন, একটি প্রথম সারির বিজ্ঞাপনী সংস্থা তাঁর এই চেহারাই দাবি করছে। তাই মাথার কালো চুল ঢেকে, নকল সাদা চুল, দাড়ি-গোঁফ লাগিয়ে অসময়েই রণবীর ‘বুড়ো’!

Related Articles

Leave a Reply

Back to top button